Zhengzhou-তে এক টুকরো বাংলাদেশ
অস্বীকার করার উপায় নেই—Zhengzhou এখন সত্যিই এক টুকরো বাংলাদেশ। কারণ এখানে আমাদের বাংলা কমিউনিটি এতটাই শক্তিশালী ও প্রাণবন্ত যে মনে হয় আমরা নিজেদের দেশেই আছি। বর্তমানে ৫০০’রও বেশি বাংলাদেশি শিক্ষার্থী Zhengzhou University-তে অধ্যয়নরত। এর মধ্যেই আবার শুরু হয়েছে আমাদের বহুল প্রতীক্ষিত Football Tournament – Independence Cup 2025 .
এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৫টি দল, যেখানে রয়েছে 2020–2025 ব্যাচের সকল মেজরের শিক্ষার্থীরা। সবচেয়ে আনন্দের বিষয় হলো—New Campus এবং Old Campus—দুই ক্যাম্পাসের শিক্ষার্থীরা একসাথে অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। এ আয়োজন আমাদের ঐক্য ও ভ্রাতৃত্বের দৃষ্টান্ত।
৩ অক্টোবর, ২০২৫ তারিখে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে জমকালো সূচনা হয়েছে এই টুর্নামেন্টের। সামনে আসছে আরও অনেক রোমাঞ্চকর খেলা, যা আমাদের কমিউনিটিকে আরও একত্র করবে ইনশাআল্লাহ।
Arif/Raoha
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।