চীনের নানচিং ইউনিভার্সিটি অব দি আর্টস বিশ্ববিদ্যালয় সেরা বাংলাদেশের সুব্রত
বিসিওয়াইএসএ নিউজঃ গত ২০ শে জুন চীনের নানচিং ইউনিভার্সিটি অব দি আর্টস থেকে বিশ্ববিদ্যালয়ের সেরা গ্র্যাজুয়েট শিক্ষার্থী হিসেবে সম্মাননা স্মারক গ্রহন করেছেন বাংলাদেশের কৃতি শিক্ষার্থী সুব্রত কুমার। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে সেরা বিদেশী শিক্ষার্থী হিসেবে এক্সিলেন্ট স্টুডেন্ট এওয়ার্ড গ্রহন করেছিলেন।
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
[email protected]।