দুঃখীদের জন্য চাই
দুঃখীদের জন্য চাই
মনের দুঃখ সবাই কি আর প্রকাশ করতে পারে?
দুঃখ পেয়ে দুঃখ নিয়ে কতজনে ঘোরে দ্বারে দ্বারে।
টাকা নিয়ে দুঃখ কারো প্রেমে দুঃখ আছে,
আপন জনে দুঃখ দিলে বলবে কার কাছে?
বেকারের দুঃখ আছে এতিম দুঃখের রয়,
অভাগা যে কত দুঃখ জনম জনম সয়।
প্রবাসীরও দুঃখ আছে শ্রমজীবী দুঃখে কাঁদে,
ভুল পথেতে ভুল কাজেতে প্রবাস গিয়ে পড়ে মরণফাঁদে।
পোশাক শ্রমিক দুঃখে আছে তা জানলে পরে,
দুর্ব্যবহার স্বল্প টাকায় ওরা কতই যে কাজ করে।
কৃষকেরও দুঃখ আছে রোদ, বৃষ্টি, বন্যা, ঝড়ে,
ধুলা কাঁদায় মেখে ওরা ফসল ফলায় দেশের তরে।
গুণীজনেরও দুঃখ আছে লজ্জায় নাহি সব কয়,
কবি, শিল্পী, লেখক দুঃখ ছাড়া নাহি তারা হয়।
আহারে! সন্তানহারা পিতা-মাতা দুঃখ নিয়েই চলে,
অসহায় ওরা দুঃখে আছে ওদের নয়নের জল বলে।
মজলুম যে তারও দুঃখ ভাষাহীন প্রাণীও বোঝে,
জনম দুঃখী মানুষ গুলো সুখ ভিখারির মতো খোঁজে।
জানা অজানা পৃথ্বী মাঝে যাদের দুঃখে হৃদয় ভগ্ন,
এসো মানবতার কল্যাণে কাজের এখনই উত্তম লগ্ন।
দুঃখী মানুষদের তরে করজোড়ে বলে যাই,
সুখ-শান্তির অনাবিল বিশ্ব দুঃখীদের জন্য চাই।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।