বিসিওয়াইএসএ এর বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন ও নতুন ওয়েবসাইট উদ্বোধন
বিসিওয়াইএসএ নিউজ ডেস্কঃ বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন ও নতুন ওয়েবসাইট উদ্বোধন করেছে বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ)। আজ ১৬ই এপ্রিল রোজ শনিবার বেইজিং সময় বিকেল ৫:০০ মিনিটে এ অনলাইন অনুষ্ঠানের আয়োজন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশস্থ চীনা দূতাবাসের সন্মানিত সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক কন্স্যুলার মি. লি-ওয়েন ইউয়ে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক, অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা), অধ্যাপক ড. মোঃ সাহাবুল হক, চায়না মিডিয়া গ্রুপ ও বাংলা বিভাগের পরিচালক ইউ গুয়াংইউ আনন্দী, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) এর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আল মামুন মৃধা এবং বিসিওয়াইএসএ এর সাবেক সভাপতি ও অ্যাবকা এর যুগ্ম সম্পাদক ড. এ.এ.এম. মুজাহিদ।
বিসিওয়াইএসএ এর সভাপতি মারুফ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানটির পরিচালনা করেন শিক্ষা সম্পাদক ফারজানা ফাতেমা লিজা। অনুষ্ঠানে বিসিওয়াইসিএ এর সসদ্যসহ আরো দেশী বিদেশী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিসিওয়াইএসএ এর সাবেক সভাপতি ও অ্যাবকা এর যুগ্ম সম্পাদক ড. এ.এ.এম. মুজাহিদ। তিনি বলেন, “বাঙালীরা বাংলা নববর্ষকে অত্যন্ত বর্ণিলভাবে উদযাপন করে। বাঙালী শিক্ষার্থী যারা চায়নাতে পড়াশুনা করেন তারাও তাঁদের স্ব স্ব ক্যাম্পাসে নববর্ষ পালন করে। কিন্তু করোনার কারণে গত দুই বছর তা সম্ভব হয় নি। কিন্তু এবছর বিসিওয়াইসিএ এর আয়োজনের অংশ হতে পেরে আমি অত্যন্ত খুশি”।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।