কিভাবে পাল্টাবেন উইচ্যাটের মোবাইল নম্বর
ডক্টর মুহম্মদ শাহানুল ইসলামঃ
চীনে থাকার সময় উইচ্যাট মোবাইল অ্যাপটিতে চাইনিজ নম্বরে কাজ করতে হয়। কিন্তু
বাংলাদেশের চলে আসলে কিছু কিছু মানি ট্রানজেকশনের ক্ষেত্রে ভেরিফিকেশন করাটা কঠিন
হয়ে যায়। আবার চাইনিজ সিম কোম্পানি তিন মাস পর সিম টা বিক্রি করে ফেলে অন্য
লোকের কাছে (যদি বন্ধ থাকে)। ফলে সেখানেও বিপদ।
তাই বেশি সময়ের জন্য বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশি নম্বর অ্যাটাচ করে নেওয়া ভালো। এক্ষেত্রে উইচ্যাটে থাকা টাকাগুলি কে নিরাপদে রাখা যায়। তার পদ্ধতি নিচে দেওয়া হলঃ

প্রথমেই উইচ্যাটে ঢুকে "মি" এর উপর চাপ দিন, তারপর ‘সেটিংস’ এ চলে যান। সেখান থেকে ‘একাউন্ট সিকিউরিটি’ চাপ দিন এরপর ‘ফোন নাম্বারের’ উপর চাপ দিন, সেখানে ‘চেঞ্জ মোবাইল নাম্বার’ অপশনটি পাবেন। ওখানে ক্লিক করলে একটি পেজ আসবে, যেখানে ‘টিক’ মার্ক দিয়ে নেক্সট এ চাপতে হবে তাহলে একটি পেজ আসবে যেখানে বাংলাদেশি নম্বর দিতে হবে কান্ট্রি-কোড সিলেক্ট করে।
একটি ভেরিফিকেশন কোড এসএমএসের মাধ্যমে আসবে। এসএমএস
আসতে একটু সময় লাগতে পারে। খুব বেশি টেপা-টেপি করবেন না এই স্তরে। অপেক্ষা করুন ধৈর্য্য ধরে। এসএমএস এর মাধ্যমে পাওয়া কোডটি ভেরিফিকেশনের জায়গায় বসিয়ে দিলেই উইচ্যাট এ পূর্বে দেয়া চাইনিজ
নম্বরের জায়গায় বাংলাদেশি নম্বর দেখাবে।
বিঃদ্রঃ খুব ধৈর্য্য ধরে ভালোভাবে পড়ে প্রতিটি ধাপ অনুসরন করুন, খুব সহজেই কাজ হবে।
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
[email protected]।