সিএসসি আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ ফাতিন ফাতিহুর রহমান
BCYSA NEWS: এ বছর বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ফাতিন ফাতিহুর রহমান সম্মানসূচক সিএসসি আউটস্ট্যান্ডিং স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন।
চীনের হেবেই ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ইলেক্ট্রনিক ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর করছেন তিনি। মোহাম্মদ ফাতিন মনে করেন সাফল্য কখনই সহজে আসেনা। সর্বদা ইতিবাচক থাকা, কঠোর পরিশ্রম এবং অজুহাত না দেয়া - এ তিনটি বিষয় একজন মানুষের সাফল্যের ক্ষেত্রে অনেকটাই প্রভাব ফেলে।
তিনি জানান, কোভিড-১৯ মহামারীর সময়ে তিনি নিজেকে সর্বদাই মনোযোগী এবং ধৈর্যশীল রাখার চেষ্টা করেছেন। ভালো একাডেমিক রেজাল্ট ধরে রাখার পাশাপাশি দেশে থেকে ২টি রিসার্চ প্রোজেক্ট নিয়ে কাজ করেছেন এবং একটি রিসার্চ পেপার সফলভাবে পাবলিশ করেছেন।
তাছাড়া, অনলাইন কোর্স এবং
পাঠক্রম বহির্ভূত কার্যক্রম একাগ্রতার সাথে চালিয়েছেন। যার ফলস্বরূপ, তিনি এ বছর সফলতার সাথে সিএসসি আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল
অ্যাওয়ার্ড পান।
একটি টিম নাটকে তিনি একবার শুনেছিলেন, “কঠোর
পরিশ্রম মেধাবীকে হার মানায়, যখন মেধাবী কঠোর পরিশ্রম করে
না”, যা তাকে প্রেরণা
জুগিয়েছে বলে তিনি জানান।
প্রতিবেদকঃ ফারজানা শুচি
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA/ মাসুম বিল্লাহ
বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের
সদস্য
হতে ক্লিক করুন এখানে
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।