শুরু হলো চীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্যে বহুল প্রতীক্ষিত উদ্যোগ “স্টাডি ইন বেইজিং+”
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া
চীনের সিলিকন ভ্যালি খ্যাত চংগুয়ানছুন (ZGC) ফোরামে “স্টাডি ইন বেইজিং+” শীর্ষক প্রোগ্রামের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রোগ্রামের লক্ষ্য হল চীনের বিদেশি শিক্ষার্থীদের
ইন্টার্নশিপ এবং কর্মসংস্থানের সুযোগ প্রদান, ইন্টার্নশিপ ট্রায়াল এবং বেইজিং-এ উদ্ভাবনী উদ্যোক্তাদের সর্বাত্মক সুবিধা প্রদান করা। ১০টি নতুন লক্ষ্যমাত্রা নিয়ে
“স্টাডি
ইন বেইজিং+” উদ্যোগটি বেইজিং ওভারসিজ ট্যালেন্টস সেন্টার এবং বেইজিং মিউনিসিপ্যাল পাবলিক সিকিউরিটি
ব্যুরোর এক্সিট-এন্ট্রি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, পিকিং ইউনিভার্সিটি এবং বেইজিং ইউনিভার্সিটি অফ টেকনোলজির
মতো প্রতিষ্ঠানের যৌথ অংশীদারিত্বে চালু
হয়েছে। এই উদ্যোগটি চীনে বিদেশী শিক্ষার্থীদের ইন্টার্নশিপ,
কর্মসংস্থান, উদ্যোক্তা এবং জীবনযাত্রাকে একটি নতুন মাত্রা প্রদান করবে।
“স্টাডি ইন বেইজিং+” মূল লক্ষ্যবস্তু গুলো হলো:
১)
বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশীপ
১। চীনের টু জোনের (সেবা খাত উন্মুক্তকরণের জন্য সমন্বিত জাতীয় প্রদর্শনী
অঞ্চল এবং চীন (বেইজিং) মুক্ত বাণিজ্য অঞ্চল) অন্তর্ভুক্ত চীনা প্রতিষ্ঠান দ্বারা
আমন্ত্রিত বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চীনে ইন্টার্নশিপের জন্য স্বল্পমেয়াদি
পোর্ট ভিসার (যাতে "ইন্টার্নশিপ" উল্লেখ থাকবে) জন্য আবেদন করতে পারেন।
২। বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত বিদেশি
শিক্ষার্থী যারা বেইজিংয়ের মিউনিসিপ্যালিটিস এবং চীনের খ্যাতনামা প্রতিষ্ঠানের দ্বারা
বেইজিংয়ে ইন্টার্নশিপের জন্য সুযোগ পাবে,
তারা ১ বছরের
বেসরকারি বিষয়ক ভিসার জন্য আবেদন করতে পারেন (যাতে "ইন্টার্নশিপ" উল্লেখ
থাকবে)। এর জন্য স্বাগতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নের
প্রমাণপত্র প্রয়োজন হবে।
৩। বেইজিংয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলির যোগ্যতাসম্পন্ন
বিদেশি শিক্ষার্থীরা তাদের স্ব স্ব বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যয়নপত্র এবং প্রাসঙ্গিক
নথিপত্র সহ নির্দির্ষ্ঠ সময়ের জন্য ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। এক্ষেত্রে
তাদের রেসিডেন্স পারমিটে ইন্টার্নশিপ উল্লেখ থাকবে।
২) চাকরি
১। বিদেশি পিএইচডি সম্পন্নকারী
শিক্ষার্থী/গবেষকদের বেইজিং পোস্টডক্টরাল রিসার্চ স্টেশন বা ওয়ার্কস্টেশনে গবেষণা
করার জন্য উৎসাহিত করার লক্ষ্যে যারা পোস্টডক্টরাল গবেষক হিসেবে এই স্টেশনগুলিতে যুক্ত
হবেন তারা ব্যক্তিগত বা কাজ সম্পর্কিত রেসিডেন্স
পারমিটের জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতাসম্পন্ন বিদেশি পিএইচডি ডিগ্রিধারীরা চীনে
স্থায়ী বসবাসের জন্যও আবেদন করতে পারবেন।
২। চীনের "ডবল ফার্স্ট-ক্লাস" বিশ্ববিদ্যালয়
বা আন্তর্জাতিকভাবে খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসম্পন্ন ও যোগ্যতাসম্পন্ন
বিদেশি শিক্ষার্থী যারা তাদের স্নাতক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পড়াশোনা
করেছেন এবং চীনে উদ্ভাবন ও ব্যবসা শুরু করার জন্য আসছেন তারাও রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন।
৩। গত দুই বছরে বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়
বা চীনের "ডবল ফার্স্ট-ক্লাস" বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা তার উপরে ডিগ্রি
অর্জনকারী বিদেশি শিক্ষার্থী যাদের পড়াশোনার
বিষয় সংশ্লিষ্ট কাজের সাথে মিলে যায় তাদেরকে প্রথমবারের জন্যে সর্বোচ্চ তিন বছর মেয়াদী ওয়ার্ক
পারমিট দেওয়া হবে।
৪। শর্ত প্রযোজ্যে বিদেশি স্নাতক ডিগ্রি অর্জনকারী
শিক্ষার্থীরা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার সময় পূর্বের অত্যাবশ্যক ২ বছরের কাজের
অভিজ্ঞতা থাকা থেকে অব্যাহতি পাবেন।
৫। বেইজিংয়ে বিদেশি শিক্ষার্থীদের কাজের জন্য একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা, বেইজিং-তিয়ানজিন-হেবেই GT²HR Recruitment Fair for Global Talents এবং আন্তর্জাতিক রিক্রুটিং ফেয়ার আয়োজন করা ইত্যাদির মাধ্যমে চীনে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের জন্য বেইজিং-তিয়ানজিন-হেবেই অঞ্চলে সমন্বয় নিশ্চিত করা।
৩)উদ্যোক্তা
বেইজিংয়ে উদ্ভাবন এবং ব্যবসা শুরু করার জন্য যোগ্যতাসম্পন্ন
বিদেশি শিক্ষার্থীদের সুযোগ সহজতর করা,
HICOOL গ্লোবাল এন্ট্রেপ্রেনার সামিট ও এন্ট্রেপ্রেনারশিপ কম্পিটিশন এবং Contact Beijing·Global Network for Innovation
Services (GNIS) এর মতো উদ্যোগগুলো ব্যবহার করা, বিদেশি শিক্ষার্থীদের
বেইজিংয়ে উদ্ভাবন ও ব্যবসা শুরু করতে উৎসাহিত করা এবং যারা তাদের স্টার্টআপ পর্যায়ে
এখনও কোম্পানি নিবন্ধন করেননি, তাদেরকে স্টার্টআপ ইনকিউবেটর
বা পার্কের মাধ্যমে কাজের পারমিটের জন্য আবেদন করার সুযোগ করে দেওয়া।
৪) স্থানীয় জীবনে একীকরণ
বেইজিংয়ে বসবাসকারী বিদেশি শিক্ষার্থীদের জন্য পরিষেবা
প্রদান জোরদার করা। যার মধ্যে রয়েছে চীনা ভাষা প্রশিক্ষণ, ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস-এ শো, বিভিন্ন উৎসব আয়োজন এবং সাংকৃতিক বিনিময়, যাতে তারা বেইজিংয়ের জীবনে দ্রুত মিশে যেতে পারে।
অনুবাদক: মোঃ সাঈদ পারভেজ
সহযোগী সদস্য, কন্টেন্ট ও সংবাদ লিখন বিভাগ, বিসিওয়াইএসএ
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।