জেংঝু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত
প্রতি বছরের ন্যায় এবারও জেংঝু বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( জিজিইউ বিপিএল)সিজন-৪ আয়োজন করা হয়। বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেংঝু বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশী শিক্ষক প্রফেসর ড. আশরাফুল আলম। কমিটির পক্ষে উপস্থিত ছিলেন আবুল আলাম আজাদ, ডা.সাকুর ইসলাম,আব্দুল্লাহ আল মামুন,হিরো রানা বড়ুয়া মিঠু,ময়েজ উদ্দিন শাকিল, আযহারুল ইসলাম তালুকদার সুমন, শাওন, এস,এম আকাশ, সোহেল রানা, আলিফ, হাসিব,আহনাফ আব্দিসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বাংলাদেশী,পাকিস্তানি,ভারতীয়, শ্রীলঙ্কানসহ আন্তর্জাতিক শিক্ষার্থী উপস্থিত থেকে অনুষ্ঠানটি স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধূলায় নিজেকে নিযুক্ত রাখবো এবং দেশ গঠনে অনন্য ভুমিকা পালন করবো।
এবার টুর্ণামেন্টে মোট ৬ টি দল অংশগ্রহণ করছে। দল গুলো হলো ঢাকা কিংস,রংপুর ফাইটার্স, ময়মনসিংহ মাসার্স,কুমিল্লা সুপারিয়ারস,চট্রগ্রাম চ্যালেঞ্জার্স এবং নোয়াখালী রয়েলস।সর্বোপরি বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।
Arif/Adil
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।