দ্বিতীয় বিশ্ব বিজ্ঞানী ফোরামে চীনা প্রেসিডেন্টের শুভেচ্ছাবাণী
নিউজ ডেস্কঃ দ্বিতীয় বিশ্ব বিজ্ঞানী ফোরাম, ২৯শে অক্টোবর, ২০১৯ শাংহাইয়ে উদ্বোধন হয়। ফোরামের সাফল্য কামনা করে শুভেচ্ছাবাণী পাঠান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
বাণিতে প্রেসিডেন্ট সি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মানবজাতির দুর্দান্ত সৃজনশীলতার প্রতীক। তবে, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে অবশ্যই একটি বৈশ্বিক দর্শন থাকতে হবে। চীন বৈজ্ঞানিক গবেষণা জোরদার করতে, বৈজ্ঞানিক গবেষণায় ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি প্রচার করতে, এবং সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
প্রেসিডেন্ট সি আরও বলেন, চীন বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। চীন আরও উন্মুক্ত মনোভাব নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিনিময় বাড়াতে ভূমিকা রেখে যাবে। তিনি আশা করেন, ফোরামে অংশগ্রহণকারীরা মৌলিক বিজ্ঞানের প্রচার এবং মানবজাতির উন্নত ভবিষ্যতের জন্য অবদান রেখে যাবেন।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।