বাংলাদেশী শিক্ষার্থীদের আয়োজনে চীনে অনুষ্ঠিত হল ক্রিকেট টুর্নামেন্ট
BCYSA NEWS: ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ঝেংঝো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল মাসব্যাপী বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট। বিপিএল এর দ্বিতীয় আসরে মাসব্যাপী চলা দারুণ উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টের ১৯ মার্চ গ্র্যান্ড ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী ঘটে।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।