স্বল্প খরচে চার্টার্ড ফ্লাইট - শিক্ষার্থীদের মাঝে স্বস্তি
চীনা দূতাবাস কর্তৃক নির্ধারিত সময়ে ভিসা পেলেও টিকেটের
দাম তুলনামূলক বেশি হওয়ায় বিড়ম্বনায় পড়তে হয় চীনে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের।
পরবর্তীতে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা) এর যৌথ প্রচেষ্টায় বাংলাদেশে আটকে থাকা শিক্ষার্থীদের ফেরত নিতে তুলনামূলক কম খরচে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়। বরাদ্দকৃত এসব চার্টার্ড ফ্লাইটে চীনে ফিরতে শিক্ষার্থীদের গুনতে হচ্ছে প্রায় পঁচানব্বই হাজার টাকা, তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে দীর্ঘ সময় ধরে দেশে আটকে থাকা শিক্ষার্থীরা।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।