চীনে বাংলাদেশি শিক্ষার্থী সুব্রত কুমারের এক্সিলেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড অর্জন
BCYSA News: চীনের নানচিং ইউনিভার্সিটি অব দি আর্টস এ অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী সুব্রত কুমার ভৌমিক "২০২০-২১" শিক্ষাবর্ষে ‘এক্সিলেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ ও বিভাগে প্রথমস্থান অর্জন করেছেন।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চাইনিজ নববর্ষ উদযাপন অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। এ বছর স্নাতকোত্তর পর্যায়ে বাংলাদেশের সুব্রত কুমার ভৌমিক এবং স্নাতক থেকে মালয়েশিয়ান শিক্ষার্থী "শিন ইন"-কে এই সম্মাননা প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, প্রফেসর এবং অন্যান্য শিক্ষকমন্ডলী পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সুব্রত কুমার ভৌমিক নানচিং ইউনিভার্সিটি অব দি আর্টস-এ
গ্রাফিক ডিজাইনে মাস্টার্স এর শিক্ষার্থী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা
বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ২০১৮ সালে চীনের সরকারি বৃত্তি লাভ করে
চীনে আসেন। পড়াশোনার পাশাপাশি তিনি চীনের বাংলাদেশিদের সংগঠন "বাংলাদেশ-চায়না
ইয়ুথ স্টুডেন্ট এ্যাসোসিয়েশন" এর
পাবলিকেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।