চীনে বাংলাদেশী কৃতি ডাক্তারের সাফল্য ও বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের চিকিৎসা ক্ষেত্রে অভিনব উদ্যোগ
BCYSA News: বেশির ভাগ মানুষেরই ধারনা চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড (বিআরআই) শুধুমাত্র রাস্তা, সেতুসহ যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে। তবে এর মাধ্যমে যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও সব ক্ষেত্রেই অবদান রাখা সম্ভব বিশেষ করে স্বাস্থ্য খাতে। ২০১৬ সালে চীনের সাথে পুরো বিশ্বের সকল হৃদরোগ বিশেষজ্ঞদের যোগাযোগ ও গবেষণার লক্ষ্যে বিআরই ক্রোনিক টোটাল অকুলোশন (সিটিও) নামে প্রজেক্ট চালু করেন চীনের ফুওয়াই হসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা। আর এই প্রজেক্টের অন্যতম গুরত্বপূর্ন সদস্য বাংলাদেশী কৃতিসন্তান ডাক্তার মিসবাহুল ফেরদৌস।
ডা: মিসবাহুল ফেরদৌস বলেন, "তরুণদের জন্য অনেক সুযোগ-সুবিধা চীনে রয়েছে। চীন বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে মেধাকে বেশি মূল্য দেয় এবং চীন সম্পর্কে যা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে তা হল এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশও। আমি মনে করি আমার পরিবার ও সন্তানেরা এখানে অনেক নিরাপদ।"

ডা: মিসবাহুল ফেরদৌস চীনের ফুওয়াই হাসপাতালের হৃদরোগ বিভাগের একজন বিশেষজ্ঞ ডাক্তার। এই হৃদরোগ বিশেষজ্ঞ ২০০৯ সালে তার মাস্টার্সের জন্যে চীনে আসেন এবং পরবর্তীতে চীনের শ্যান্ডং ইউনিভার্সিটি থেকে প্রথম বাংলাদেশী হিসেবে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। পিএইচডির সময় তিনি আমেরিকার আলাবামা বিশ্ববিদ্যালয়ের এফিলিয়েটেড হসপিটালে গবেষণার সুযোগ পান। একই বছর তিনি ভারতের ইন্দ্রপাস্থা এপোলো হসপিটালে পারকোট্যানিওয়াস করোনারি ইন্টারভেশনের উপর ৫ মাসের প্রশিক্ষন গ্রহন করেন। এসকল অভিজ্ঞতা ও বিশ্বের সকল গুণী ডাক্তারদের সান্নিধ্য তাকে ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং ইকোকার্ডিওগ্রাফির ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তার হতে সাহায্য করেছে। পিএইচডি শেষে তিনি চীনের ফুওয়াই হাসপাতাল (চীনের কার্ডিওভাসকুলার ডিজিজের জন্য জাতীয় কেন্দ্র এবং বিশ্বের বৃহত্তম কার্ডিওভাসকুলার কেন্দ্র) তে কাজ করার সুযোগ পান এবং বিআরই ক্রোনিক টোটাল অকুলোশন (সিটিও) নামে প্রজেক্টে তার বিভাগের সহকারী অধ্যাপক ডা: উ ইয়িংজিয়াং এর সুবাধে কাজ করার সুযোগ পান। যা পরবর্তীকালে তাকে চীনের স্বাস্থ্যক্ষেত্রে পুরোপুরিভাবে কাজ করার সুযোগ করে দেয়।

২০১৮ সালে সিটিও প্রজেক্টকে সারা বিশ্বের জন্যে উন্মুক্ত করে দিলে বিআরআই এর অন্তর্ভুক্ত দেশগুলো থেকে ডা: মিসবাহু্ল ফেরদৌসসহ বাকি ডাক্তাররা ব্যাপক সাড়া পান। ১০ টিরও বেশি দেশের কার্ডিওলজি বিশেষজ্ঞরা ২০১৮ সালে বেল্ট অ্যান্ড রোড সিটিও উইকে গবেষণা ও সহযোগীতা বিনিময়ের জন্য ফুওয়াই হাসপাতালে অংশ নেন। বর্তমানে ফুওয়াই হাসপাতালের সাথে ২০টিরও বেশি দেশের কার্ডিওলজি বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ রয়েছে। ইতিমধ্যে, এই দেশগুলির ডাক্তারদের সাথে একটি সহজলভ্য যোগাযোগের জন্যে এই প্রজেক্টের উইচ্যাট টিম আছে। যখন ডাক্তাররা কোন অসুবিধার সম্মুখীন হন, তারা সরাসরি সেখানে প্রশ্ন করতে পারেন। এছাড়াও তাদের Hridoy BRI নামে একটি মোবাইল অ্যাপও চালু করেছে।
“প্রতিটি দেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত হতে পারে। আমি আশা করি তারা চীনে যেভাবে চিকিৎসা সেবা পাচ্ছে, তারাও সেইরকম চিকিৎসা সেবা পাবে। সবার জন্য বিআরআই উন্মুক্ত করায় আমরা প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীন সরকারের প্রশংসা করি। এটি মানবজাতির জন্য সবচেয়ে বড় মানবিক উদ্যোগ", বলেন ডা: মিসবাহুল।

২০২০ সালের প্রথম দিকে যখন কোভিড-১৯ মহামারী চীনে ছড়ায়
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
[email protected]।