বাংলাদেশী শিক্ষার্থীর উদ্যোগে চীনে একক শিল্পকর্ম প্রদর্শনী
মোস্তাফিজুর রহমান: গত ২৬ এপ্রিল
২০২১ রোজ সোমবার, চীনের নাঞ্জিং ইউনিভার্সিটি অব দি আর্টস-এ
বাংলাদেশের কৃতি সন্তান, মেধাবী শিক্ষার্থী সুব্রত কুমার ভৌমিক
এর "অস্তিত্বের পুনর্গঠন" নামক একক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঞ্জিং ইউনিভার্সিটি অব দি আর্টস এর মাননীয়
প্রেসিডেন্ট, বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক মন্ডলীসহ কানাডা, রাশিয়া, চীন, মালয়েশিয়া, নাইজেরিয়া, ঘানা, ভারত, বুলগেরিয়া, তুরকিস্থান ও অন্যান্য দেশ সহ
বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দ।

সুব্রত কুমার ভৌমিক, ২০১৮ সালে চীন সরকার
কর্তৃক শিক্ষা বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন্য চীনে যান। তিনি বলেন, বর্তমান সময়ের মহামারীর জন্য মূলত মানব সভ্যতা
নিজেরাই দায়ী। নিজেদের ক্ষণস্থায়ী সুখের আশায় আমরা প্রকৃতি এবং প্রাণীকুলকে প্রভাবিত
করেছি। যার ফলে আমাদের করোনার মতো মহামারীর সম্মুখীন হতে হয়েছে। আমার শিল্পকর্মগুলিকে
আমি ৩ টি পর্যায়ে ভাগ করেছি। প্রথম পর্যায়ে দেখিয়েছি মানব সভ্যতা বিভিন্নভাবে প্রকৃতিকে
প্রভাবিত করেছে। 
দ্বিতীয় পর্যায়ে, করোনার ফলে মানুষের
মানসিক দুরাবস্থা, এবং
তৃতীয় পর্যায়ে ভবিষ্যতে এই মহামারীগুলি থেকে মুক্তির
জন্য প্রকৃতিকে রক্ষা করা এবং একে অপরের সহযোগিতার মাধ্যমে
নতুনভাবে জীবনের সূচনা করা বা আমাদের অস্তিত্বের পুনর্গঠন করা। শিল্পকর্মগুলির মাধ্যমে
আমি সবাইকে আগামী মহামারী সম্পর্কে সচেতন করেছি এবং এর থেকে মুক্তির জন্য প্রকৃতিকে
রক্ষার পরামর্শ দিয়েছি। 
আমি আশাকরি আমার শিল্পকর্মগুলি দর্শকদের প্রভাবিত করতে পারবে।
নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানবজাতি প্রকৃতির সাথে এক বন্ধন তৈরি করবে, পশুপাখি, গাছপালা রক্ষার মাধ্যমে মানবজাতি নতুন
এক পৃথিবী নির্মাণ করবে যেখানে প্রকৃতি এবং মানবজাতি উভয়ের জন্যই থাকবে নিরাপদ আশ্রয়স্থল। 
উদ্বোধনী অনুষ্ঠানে আগত শিক্ষক মন্ডলী এবং অতিথিবৃন্দ সুব্রত
কুমার ভৌমিক এর শিল্পকর্মের প্রশংসা করে বক্তব্য প্রদান করেন। প্রদর্শনীটি আগামী ৩০
এপ্রিল পর্যন্ত চলবে। সুব্রত কুমার ভৌমিক চীনে অবস্থানরত সকল বাংলাদেশী নাগরিকদের
তার শিল্পকর্ম প্রদর্শনী পরিদর্শনের জন্য সাদর আমন্ত্রণ জানান।
প্রতিবেদক
শিক্ষার্থী, হুনান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
[email protected]।