চীনের থ্রি গরজেস বিশ্ববিদ্যালয়ে এক্সিলেন্ট স্টুডেন্ট লিডারদের বিশেষ সম্মাননা প্রদান
দ্বীপায়ন রায়, হুবেই, চীন থেকে। চীনের হুবেই প্রদেশের ইছাং শহরে পাহাড়বেষ্টিত মনোরম পরিবেশে ২০০ হেক্টর আয়তন নিয়ে থ্রি গরজেস ইউনিভার্সিটি (China Three Gorges University) অবস্থিত। যেখানে প্রায় ৩০ হাজার ছাত্র-ছাত্রী অধ্যায়নরত রয়েছে, যাদের মধ্যে রয়েছে ৫০ টিরও বেশি দেশ থেকে আগত প্রায় ২০০০ বিদেশি ছাত্র-ছাত্রী। আন্তজার্তিক ছাত্র-ছাত্রীদেরকে সঠিকভাবে পরিচালনার জন্য একটি ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাথে কাজ করে থাকে। উক্ত ছাত্র সংগঠনটির নাম ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএসএ)। সংগঠনটির ৫ম সেশনে বিভিন্ন দেশের মেধাবী ৪৪ জন স্টুডেন্ট লিডাররা দায়িত্ব পালন করেছে। আজ সেশনের শেষ দিন ছিল৷ টানা ১ বছরের দায়িত্ব পালন শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৪৪ জন স্টুডেন্ট লিডারদের ভিতর ১৩ জন স্টুডেন্ট লিডারকে "এক্সিলেন্ট স্টুডেন্ট লিডার অফ দ্যা ইয়ার" পুরষ্কার প্রদান করেছে। উল্লেখ্য, উক্ত ১৩ জন এক্সিলেন্ট স্টুডেন্ট লিডারদের ভিতর ৬ জন-ই বাংলাদেশী। বাংলাদেশী পুরস্কারপ্রাপ্তরা হলেন- ১. শহিদুল ইসলাম (সভাপতি) ২. দ্বীপায়ন রায় (সহসভাপতি) ৩. শোভন মোল্লা (সচিব) ৪. তন্ময় মন্ডল (সচিব) ৫. সালেকুর মাসুম (সচিব) ৬. জিয়াউল হক শুভ (সদস্য) এছাড়া আগামীতেও বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা নেতৃত্ব দানে এগিয়ে থাকবে বলে বর্তমান ছাত্র নেতারা আশাবাদী।
লেখক
আন্তর্জাতিক সম্পর্ক চায়না থ্রি গর্জেস বিশ্ববিদ্যালয় ইছাং, হুবেই, চীন +৮৬১৫৫৭২৭০০৯২৭ [email protected]
সম্পাদনায়
নুজহাত ফারহানা
চাইনিজ ভাষা ও সংস্কৃতি
ইউন্নান বিশ্ববিদ্যালয়
খুনমিং, ইউন্নান, চীন
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।